হঠকারিতা
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ঠ্+অ+ক্+আ+র্+ই+ত্+আ
উচ্চারণ: 
	ɦɔ.ʈʰo.ka.ri. t̪a
	(হ.ঠো.কা.রি.তা)
শব্দ-উৎস: 
সংস্কৃত 
	হঠ+ কারিতা >
	বাংলা হঠকারিতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 
	হঠ (বলপূর্বক অনুচিত কর্মকরণ) 
	+ কারিতা {
	√
	 
	কৃ (করা)
		+
	ইন্ (ণিনি)=কারিন্+
	তা (তল্)
পদ: 
বিশেষ্য
অর্থ: বিবেচনা না করা 
সমার্থক শব্দাবলি: অবিবেচনা, গোঁয়ার্তুমি।