হীনা
বানান বিশ্লেষণ: হ্+ঈ+ন্+আ
উচ্চারণ:
ɦi.na
(হি.না)
শব্দ-উৎস:
সংস্কৃত
हीना
(হীনা)>বাংলা
হীনা।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √হা
(ত্যাগ করা)
+ত
(ক্ত),
কর্মবাচ্য+
আ (টাপ্)।।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}।
অর্থ: বিরহিতা, শূন্যা (পিতৃহীনা, ভাগ্যহীনা, তৃপ্তিহীনা)।
বিপরীতার্থক শব্দ :
হীন (পুংলিঙ্গার্থে)।