হীন
বানান বিশ্লেষণ: হ্+ঈ+ন্+অ
উচ্চারণ: ɦin
(হিন্)
শব্দ-উৎস:
সংস্কৃত হীন>
বাংলা
হীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
হা (ত্যাগ করা)
+
ত
(ক্ত),
কর্মবাচ্য।
পদ:
বিশেষণ
{
নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ:
১. বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন)।
২. নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, ‘নহি কভু হীন’)।
৩. দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্থা)।
৪. অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন)।
৫. ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)।
বিপরীতার্থক শব্দ:
হীনা (স্ত্রীলিঙ্গার্থে)।
পূর্বপদে হীন-যুক্ত শব্দ
হীনতা, হীনপ্রাণ, হীনমন্যতা হীনযান, হীনাবস্থা।
পরপদে হীন-যুক্ত শব্দ
মূল্যহীন,
হস্তহীন