মূল্যহীন
বানান বিশ্লেষণ: ম্+উ+ল্+য+হ্+ঈ+ন্+অ।
উচ্চারণ:
[মুল্.লো,বান্] [
mul.lo.ban]

মুল্.লো.বান্ [মু এর পরে ল্য বিভাজিত হয়ে ল্.লো হবে। মু ধ্বনির সাথে ল্ যুক্ত হয়ে একাক্ষর মুল্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট লো ধ্বনি অপর একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। বান্ একাক্ষর হিসেবে উচ্চারিত হবে]

শব্দ-উৎস:

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:

১. যা সাধারণের চেয়ে নিম্নমান হিসেবে মূল্যমান ধারণ করে; যা উচ্চমূল্য দিয়ে ক্রয় করার অযোগ্য।
সমার্থক শব্দাবলি:
অকিড়িয়া, মূল্যহীন

উদাহরণ: মূল্যহীন সামগ্রী
ইংরেজি:
valueless, worthless

 

২. যা সাধারণের চেয়ে নিম্নমান হিসেবে মূল্যমান ধারণ করে; যা গ্রাহ্য করার যোগ্য নয়।
সমার্থক শব্দাবলি:
মূল্যহীন, হেয়।

উদাহরণ: বাচালের মূল্যহীন কথা।
ইংরেজি:
valueless, worthless