অকড়িয়া
বানান বিশ্লেষণ: অ+ক্+++ই+য়্+আ
উচ্চারণ:
 
ɔ.ko.ɽi.a (.কো.ড়ি.)

শব্দ-উৎস: অ - কড়িয়া {সংস্কৃত কপর্দ্দিকা>প্রাকৃত কৱড্ডিআ>বাংলা কড়িয়া}=অকড়িয়া

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন) কড়িয়া/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ

অর্থ:

১. যা ক্রয় করার জন্য অর্থ ব্যয় করতে হয় না।
    সমার্থক শব্দাবলি: বিনামূল্যে প্রাপ্ত, মূল্যহীন
২. অর্থহীন দশায় বিদ্যমান।
   সমার্থক শব্দাবলি: অকড়িয়া, অকড়ে, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন


সূত্র :