দরিদ্র
বানান বিশ্লেষণ: দ্++র্+ই+দ্+র্+অ
উচ্চারণ:
[দো.রি.দ্রো] [
o.ri.ro]

দো.রি.দ্রো [রি ধ্বনির ইকারের প্রভাবে আদ্য দ ধ্বনি দো হবে। দ্র বিভাজিত হয় দ্.দ্রো হয়। আগের রি ধ্বনির সাথে দ্ যুক্ত হয়ে একাক্ষর রিদ্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট দো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। ]

শব্দ-উৎস: বৈদিক ও সংস্কৃত दरिद्र (দরিদ্র)>বাংলা  দরিদ্র।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দরিদ্রা (দুর্গতি) +অ (অচ্)

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}

অর্থ: অর্থহীন দশায় বিদ্যমান।
সমার্থক শব্দাবলি: অকড়িয়া, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন
বিপরীতার্থক শব্দ:

দরিদ্রা (স্ত্রীলিঙ্গার্থে)

ধনী (ভাবার্থে)

পদান্তর:

বিশেষ্য: দারিদ্র্য, দরিদ্রতা, দরিদ্রিত


সূত্র :