অর্থহীন
বানান বিশ্লেষণ: অ+র্+থ্+অ++হ্+ঈ+ন্+অ
উচ্চারণ:
ɔr.t̪ʰo.hin [অর্‌ত্.থো. হীন] শব্দ-উৎস: সংস্কৃত अर्थ (অর্থ)>বাংলা  র্থ+সংস্কৃত हीन् (হীন)>বাংলা হীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}

অর্থ:

১. অর্থহীন দশায় বিদ্যমান।

সমার্থক শব্দাবলি: অকড়িয়া, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন
 

২. ভাষার বিচারে যার কোনো অর্থ নাই।

সমার্থক শব্দাবলি: অর্থহীন, অভিধেয়হীন, বাচ্যার্থরহিত।
 

৩. যার ভিতর অর্থ বা অনর্থ কিছুই নেই।

সমার্থক শব্দাবলি: অর্থহীন, শূন্য, ফাঁকা।
উদাহরণ: "নির্জ্জনে বীর বসি তরুতলে; অর্থহীন, ঊর্দ্ধদৃষ্টি"/নবীনচন্দ্র


সূত্র :