অর্থ
বানান বিশ্লেষণ:অ+র্+থ্+অ
উচ্চারণ:
ɔrt̪.t̪ʰo [অর্‌ত্.থো]
শব্দ-উৎস: সংস্কৃত অর্থ> বাংলা অর্থ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১.১. ঊর্ধ্বক্রমবাচকতা {| বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা|}
অর্থ: কোনো সঙ্কেতের বিষয় সম্পর্কে যা দ্বারা জানা যায় বা জানানো যায়। ভাষার ক্ষেত্রে অর্থ শব্দটি দ্বারা সমার্থক শব্দকেই বিশেষভাবে বুঝানো হয়। অনেক সময় একটি শব্দের দ্বারা বিষয়কে প্রকাশ করা না গেলে, বাক্যের সাহায্যে বা বর্ণনা করে বুঝানো হয়। ভাষা ছাড়া অন্যান্য সকল প্রতীকের অর্থ নানাভাবে বুঝার চেষ্টা করা হয়।
সমার্থক শব্দাবলি: অভিধেয়, মানে।
যৌগিক শব্দাবলি:
১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {| অর্থ | ধনসম্পদ | সম্পত্তি | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: যার দ্বারা ধনসম্পদ বা উপার্জনের মান নিরূপিত হয়। সাধারণভাবে এই মান নির্ধারিত হয় প্রচলিত মুদ্রার মান দ্বারা। এই অর্থে যে কোনো দেশের মুদ্রা, অর্থ হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:

১. অর্থ: (যার দ্বারা ধনসম্পদ বা উপার্জনের মান নিরূপিত হয়)
২.
টাকা (বাংলাদেশের ধনসম্পদের মুদ্রাগত মান)
৩.
ধন, বিত্ত, ম্পদ (ধনসম্পদের অবস্থাগত অনিশ্চিত পরিমাণ)

যৌগিক শব্দাবলি:

১.২.হিন্দু ধর্ম মতে- চতুবর্গের  (ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম) দ্বিতীয় বর্গ হলো অর্থ। এর ভিতর ধর্ম, অর্থ ও কামকে একত্রে বলা হয়-ত্রিবর্গ। এখানে অর্থ সম্পদ অর্থে নির্দেশিত হয়।
অর্থ: . অর্থি {√অর্থ (বিবেচনা করা) + ই (ণিচ)} ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {। অর্থ | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: মানুষের ইচ্ছায় বা প্রয়োজনে যে ফললাভ হয় বা ফললাভের আকাঙ্ক্ষাকে পোষণ করে, সেটা জীবনের একটি বিশেষ মানকে  ধারণ করে। এই মান প্রচলিত মুদ্রা মানের দ্বারা নির্ধারিত হয় না।
১.১. যাচন, প্রার্থনা, অভিলাষ, ইচ্ছা অর্থে : সিদ্ধার্থ (যে ইচ্ছা সিদ্ধ (পূরণ) হয়েছে)
১.২. যথাযথ মানযুক্ত অর্জন অর্থে: কৃতার্থ, চরিতার্থ (যা অর্থ (যথাযথ মানযুক্ত অর্জন) কৃত (সম্পন্ন) হয়েছে)
যৌগিক শব্দাবলি:

সূত্র :