১.১. ঊর্ধ্বক্রমবাচকতা {| বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা|}meaning, significance, signification, import ১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {| অর্থ | ধনসম্পদ | সম্পত্তি | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: কোনো সঙ্কেতের বিষয় সম্পর্কে যা দ্বারা জানা যায় বা জানানো যায়। ভাষার ক্ষেত্রে অর্থ শব্দটি দ্বারা সমার্থক শব্দকেই বিশেষভাবে বুঝানো হয়। অনেক সময় একটি শব্দের দ্বারা বিষয়কে প্রকাশ করা না গেলে, বাক্যের সাহায্যে বা বর্ণনা করে বুঝানো হয়। ভাষা ছাড়া অন্যান্য সকল প্রতীকের অর্থ নানাভাবে বুঝার চেষ্টা করা হয়।
সমার্থক শব্দাবলি: অভিধেয়, মানে।
যৌগিক শব্দাবলি:
পূর্ব-পদ: অর্থকৃত, অর্থকোবিদ, অর্থগাম্ভীর্য্য, অর্থগৌরব, অর্থগ্রহ, অর্থন্যাস, অর্থপূর্ণ, অর্থপ্রদ, অর্থবহ, অর্থবাদ, অর্থবিচার, অর্থবিৎ, অর্থবিদ, অর্থবোধ, অর্থভেদ, অর্থশূন্য, অর্থসঙ্গতি, অর্থহানি, অর্থহীন, অর্থাগম, অর্থান্তর।
- পরপদ: গৌরবার্থ, যথার্থ, সমার্থ, সম্মানার্থ।
ইংরেজি
১. অর্থ: (যার দ্বারা ধনসম্পদ বা উপার্জনের মান নিরূপিত হয়)
২. টাকা (বাংলাদেশের ধনসম্পদের মুদ্রাগত মান)
৩. ধন, বিত্ত, সম্পদ (ধনসম্পদের অবস্থাগত অনিশ্চিত পরিমাণ)
যৌগিক শব্দাবলি:
পূর্ব-পদ: অর্থকর, অর্থকরী, অর্থকষ্ট, অর্থকামী, অর্থকৃচ্ছ্র, অর্থগৃধ্ন, অর্থঘ্ন, অর্থচিন্তা, অর্থচেষ্টা, অর্থজ, অর্থজাত, অর্থতত্ত্ব, অর্থদণ্ড, অর্থনীতি, অর্থনীতিজ্ঞ, অর্থনীতিবিদ, অর্থনৈতিক, অর্থপর, অর্থপরায়ণ, অর্থপাল, অর্থপিপাসা, অর্থপিপাসু, অর্থপিশাচ, অর্থপ্রদ, অর্থপ্রাপ্তি, অর্থবান, অর্থবিদ্যা, অর্থবিনিয়োগ, অর্থবল, অর্থ-বিনিয়োগ, অর্থবিজ্ঞান, অর্থবিজ্ঞানী, অর্থবৈকল্প, অর্থব্যয়, অর্থভাগ্য, অর্থভাণ্ডার, অর্থমন্ত্রক, অর্থমন্ত্রণালয়,অর্থমন্ত্রী, অর্থলাভ, অর্থলালসা, অর্থলিপ্সা, অর্থলিপ্সু, অর্থলোভ, অর্থশালী, অর্থশাস্ত্র, অর্থশূন্য, অর্থশূন্যতা, অর্থসংগ্রহ, অর্থসংস্থান, অর্থসঙ্কট, অর্থসঞ্চয়, অর্থসঞ্চয়ী, অর্থসচিব, অর্থসমস্যা, অর্থসম্পদ, অর্থসাহায্য, অর্থসিদ্ধি, অর্থহানি, অর্থহীন, অর্থাগম।
১.১. যাচন, প্রার্থনা, অভিলাষ, ইচ্ছা অর্থে : সিদ্ধার্থ (যে ইচ্ছা সিদ্ধ (পূরণ) হয়েছে)
১.২. যথাযথ মানযুক্ত অর্জন অর্থে: কৃতার্থ, চরিতার্থ (যা অর্থ (যথাযথ মানযুক্ত অর্জন) কৃত (সম্পন্ন) হয়েছে)
যৌগিক শব্দাবলি: