পূর্ব-পদ: অর্থকৃত, অর্থকোবিদ, অর্থগাম্ভীর্য্য, অর্থগৌরব, অর্থগ্রহ, অর্থন্যাস, অর্থপূর্ণ, অর্থপ্রদ, অর্থবহ, অর্থবাদ, অর্থবিচার, অর্থবিৎ, অর্থবিদ, অর্থবোধ, অর্থভেদ, অর্থশূন্য, অর্থসঙ্গতি, অর্থহানি, অর্থহীন, অর্থাগম, অর্থান্তর।
১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {| অর্থ | ধনসম্পদ | সম্পত্তি | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |অর্থ: ২. √অর্থি {√অর্থ (বিবেচনা করা) + ই (ণিচ)} ভাববাচ্য।অর্থ: যার দ্বারা ধনসম্পদ বা উপার্জনের মান নিরূপিত হয়। সাধারণভাবে এই মান নির্ধারিত হয় প্রচলিত মুদ্রার মান দ্বারা। এই অর্থে যে কোনো দেশের মুদ্রা, অর্থ হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:১. অর্থ: (যার দ্বারা ধনসম্পদ বা উপার্জনের মান নিরূপিত হয়)
২. টাকা (বাংলাদেশের ধনসম্পদের মুদ্রাগত মান)
৩. ধন, বিত্ত, সম্পদ (ধনসম্পদের অবস্থাগত অনিশ্চিত পরিমাণ)যৌগিক শব্দাবলি:
১.২.হিন্দু ধর্ম মতে- চতুবর্গের  (ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম) দ্বিতীয় বর্গ হলো অর্থ। এর ভিতর ধর্ম, অর্থ ও কামকে একত্রে বলা হয়-ত্রিবর্গ। এখানে অর্থ সম্পদ অর্থে নির্দেশিত হয়।
পূর্ব-পদ: অর্থকর, অর্থকরী, অর্থকষ্ট, অর্থকামী, অর্থকৃচ্ছ্র, অর্থগৃধ্ন, অর্থঘ্ন, অর্থচিন্তা, অর্থচেষ্টা, অর্থজ, অর্থজাত, অর্থতত্ত্ব, অর্থদণ্ড, অর্থনীতি, অর্থনীতিজ্ঞ, অর্থনীতিবিদ, অর্থনৈতিক, অর্থপর, অর্থপরায়ণ, অর্থপাল, অর্থপিপাসা, অর্থপিপাসু, অর্থপিশাচ, অর্থপ্রদ, অর্থপ্রাপ্তি, অর্থবান, অর্থবিদ্যা, অর্থবিনিয়োগ, অর্থবল, অর্থ-বিনিয়োগ, অর্থবিজ্ঞান, অর্থবিজ্ঞানী, অর্থবৈকল্প, অর্থব্যয়, অর্থভাগ্য, অর্থভাণ্ডার, অর্থমন্ত্রক, অর্থমন্ত্রণালয়,অর্থমন্ত্রী, অর্থলাভ, অর্থলালসা, অর্থলিপ্সা, অর্থলিপ্সু, অর্থলোভ, অর্থশালী, অর্থশাস্ত্র, অর্থশূন্য, অর্থশূন্যতা, অর্থসংগ্রহ, অর্থসংস্থান, অর্থসঙ্কট, অর্থসঞ্চয়, অর্থসঞ্চয়ী, অর্থসচিব, অর্থসমস্যা, অর্থসম্পদ, অর্থসাহায্য, অর্থসিদ্ধি, অর্থহানি, অর্থহীন, অর্থাগম।
১.১. যাচন, প্রার্থনা, অভিলাষ, ইচ্ছা অর্থে : সিদ্ধার্থ (যে ইচ্ছা সিদ্ধ (পূরণ) হয়েছে)
১.২. যথাযথ মানযুক্ত অর্জন অর্থে: কৃতার্থ, চরিতার্থ (যা অর্থ (যথাযথ মানযুক্ত অর্জন) কৃত (সম্পন্ন) হয়েছে)
যৌগিক শব্দাবলি: