কৃতার্থ
বানান বিশ্লেষণ: ক্+ঋ+ত্+আ+র্+থ্+অ
উচ্চারণ: [অ.কৃ.তার্‌ত্‌.থো]
[kri.t̪art̪.t̪ʰo]
শব্দ-উৎস: সংস্কৃত কৃতার্থ> বাংলা কৃতার্থ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
যে অর্থ (যথাযথ মানযুক্ত অর্জন) কৃত (সম্পন্ন) হয়েছে)
সমার্থক শব্দাবলি: কৃতার্থ, কৃতকার্য, কৃতপ্রয়োজন, চরিতার্থ, সফল।
বিশেষ পদগুচ্ছ: কৃতার্থ করা। ব্যাঙ্গার্থে- চরিতার্থ করা, উদ্ধার করা।


সূত্র :