বার্তা
যে বিষয়টি যোগাযোগের জন্য প্রকাশ করা
হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{| বার্তা |
যোগাযোগ
|
মনুষ্য কার্যকলাপ |
কার্যক্রম |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
message,
content, subject matter, substance
ব্যাখ্যা:
কোনো একটি মাধ্যম ব্যবহার করে কোনো বিষয় সম্পর্কে জানানো। বার্তা নানান ধরনের হতে
পারে। যেমন-
(commitment, dedication)
:
যে বার্তার দ্বারা কোনো বিষয়ের রক্ষার
অঙ্গীকারসহ উপস্থাপন করা হয়।
অর্থহীন
বার্তা
(nonsense, bunk, nonsensicality,
meaninglessness, hokum): যে কথা
বা শব্দ প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে না
প্রস্তাব
( (proposal):
কোনো বিষয়ের বিধিবদ্ধভাবে উপস্থাপন
তথ্য
( information, info):
এমন একটি বার্তা যা গৃহীত হয় এবং যা বোধগম্য হয়।
বক্তব্য
(Statement):
এমন একটি বার্তা বা ঘোষণা, যা কোনো তথ্য বা ঘটনাকে লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করে।