বক্তব্য
এমন একটি বার্তা বা ঘোষণা, যা কোনো তথ্য বা ঘটনাকে লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{| বার্তা |
যোগাযোগ
|
মনুষ্য কার্যকলাপ |
কার্যক্রম |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
message,
content, subject matter, substance
ব্যাখ্যা:
একটি বিশেষ ধরনের বার্তা বা ঘোষণা।
এটি হতে পারে তথ্য বা ঘটনার লিখিত বা মৌখিকভাবে
প্রকাশ। হতে পারে সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য বা বিস্তারিত
বিবরণসহ বক্তব্য
explanation, account
(কোনো কিছুকে বোধগম্য করে তোলার, সাধারণতভাবে
কোনো বিষয়ের কার্যপদ্ধতি বা পরিস্থিতি বর্ণনা করে।)।