তথ্য
এমন একটি বার্তা যা গৃহীত হয় এবং যা বোধগম্য হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { তথ্য | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
ইংরেজি:
information, info

ব্যাখ্যা:
মানুষ প্রকৃতি বা অন্য ব্যক্তির দ্বারা সৃষ্ট বার্তার সংস্পর্শে আসতে পারে। কিন্তু মানুষ সকল ধরনের বার্তা গ্রহণ করে না বা বুঝার চেষ্টা করে না। এসকল বার্তার ভিতরে যে সকল বার্তা মানুষ গ্রহণ করে এবং বুঝতে পারে, সেগুলোই তথ্য হিসেবে গ্রহণ করে। বার্তার গ্রহণ প্রক্রিয়া এবং এর উপলব্ধির উপর ভিত্তি করে তথ্য নানা ধরনের হতে পারে। এর দ্বারা সৃষ্টি হয় উপাত্তভাণ্ডার।