উপাত্তভাণ্ডার
সুসমন্বিত তথ্যবিন্যাসের দ্বারা সৃষ্ট উপাত্তের ভাণ্ডার।
ঊর্ধ্বক্রমবাচকতা { তথ্য | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
ইংরেজি:
information, info

ব্যাখ্যা:
যখন বহু অর্থবোধক বার্তার তথা তথ্যের সমারোহ হয়, তখন তা সংগৃহীত এবং সমন্বিত হয়ে হয়ে উপাত্ত সৃষ্টি করে। আর সংগৃহীত উপাত্তের সুসমন্বয়ে যে ভাণ্ডার গড়ে উঠে, তাকে বলা হয় উপাত্তভাণ্ডার। উপাত্তভাণ্ডারের প্রকৃতি নানা ধরনের হতে পারে।