কপর্দকবিহীন
বানান বিশ্লেষণ: ক্++প্+অ+র্+দ্+অ+ক্+অ +ব্+ই+হ্+ঈ+ন্+অ

উচ্চারণ: [.পোর্‌দ্.দোক্.বি.হিন্] [kɔ.pord̪.d̪ok.bi.hin]

শব্দ-উৎস: সংস্কৃত पर्द्द (কপর্দ্দক)>বাংলা কপর্দক +সংস্কৃত विहीन (বিহীন)>বাংলা বিহীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কপর্দক {কপর্দ (গঙ্গাজল) +পৃ  (পূরণ করা)+ বিচ্ (ভাবার্থে)=কপর্ +দ (প্রদান) +ক্ (কন্)}+বিহীন {বি + হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ:  অর্থহীন দশা বর্তমান এমন।
সমার্থক শব্দাবলি:
অকিড়িয়া, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন


সূত্র :