বানান বিশ্লেষণ: দ্+ঈ+ন্+
উচ্চারণ:
[দিন্] [
in]

দিন্ [দি এবং ন্ একত্রিত হয়ে একাক্ষর দিন্ ধ্বনি তৈরি করবে।]

সমাসবদ্ধ তৎসম শব্দে পদে দীন শব্দটি 'দিনো' উচ্চারিত হয়। যেমন দীননাথ, দীনবন্ধু, দীনশরণ, দীনভাবাপন্ন, দীনহীন।

বিদেশী শব্দের সাথে দীন শব্দটি 'দিন্' উচ্চারিত হয়। যেমন দীন-আখেরি, দীনদার। দীনদুনিয়া।

শব্দ-উৎস: সংস্কৃত दीन (দীন)>বাংলা দীন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দী (ক্ষয়) +ত (ক্ত), কর্তৃবাচ্য

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}

অর্থ:

১. অর্থহীন দশায় বিদ্যমান।
সমার্থক শব্দাবলি: অকড়িয়া, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন
বিপরীতার্থক শব্দ: দীনা(স্ত্রীলিঙ্গার্থে)


২. পদমর্যাদায় বা তুলনমূলক দশা যা নীচ।
সমার্থক শব্দাবলি: নীচ, দীন, হীন।

৩. করুণার দশায় উপনীত দশা
সমার্থক শব্দাবলি: করুণ, কাতর, দীন।


৪. সাহসের অভাব রয়েছে এমন দশা
সমার্থক শব্দাবলি: দীন, ভীরু
 

পদান্তর:

বিশেষ্য: দীনতা, দৈন্য

 

 


সূত্র :