কাঙ্গাল
বানান বিশ্লেষণ:
ক্+আ+ঙ্+গ্+আ+ল্+অ
উচ্চারণ: [কা.ঙাল্ [kaŋ.gal]
কাঙ্.গাল্ [ঙ্গ-এর ঙ্, কা-এর সাথে যুক্ত হয়ে কাঙ্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট গা এবং রুদ্ধ ল্ ধ্বনি মিলিত হবে গাল্ ধ্বনি তৈরি করে।]
শব্দ-উৎস:
হিন্দি, মারাঠি গুজরাটি কংগাল>বাংলা
কাঙ্গাল।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:
অর্থহীন দশা বর্তমান এমন।
সমার্থক শব্দাবলি:
অকিড়িয়া,
অর্থহীন,
কপর্দকবিহীন,
কপর্দকশূন্য,
কপর্দকহীন,
কাঙাল, কাঙ্গাল, গরিব,
দরিদ্র, দীন,
ধনশূন্য,
ধনহীন,
নির্ধন।
সূত্র :