ধনশূন্য
বানান বিশ্লেষণ: ধ্+অ+ন্+অ+শ্++ন্+য্+অ
উচ্চারণ:
(ধ.নো.শুন্‌.নো) [d̪ʰɔ.no.ʃun.no]

ধ.নো.শুন্‌.নো [শব্দের শেষের হিন্ শব্দের কারণে ধন শব্দ দুটি একাক্ষর হিসেবে ধ.নো উচ্চারিত হবে। ন্য বিভাজিত হয়ে ন্.নো হয়। আদি ন্ ধ্বনি শু-এর সাথে যুক্ত হয়ে শুন্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট নো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।।]

শব্দ-উৎস: সংস্কৃত धन (ন)>বাংলা+সংস্কৃত शून्य (শূন্য)>বাংলা শূন্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ধন {
ধন্ (ধান্যোৎপাদন>উৎপাদন) +অ (অচ্), করণবাচ্য}+শূন্য { সু =শু (অতিশয়) ঊন+য (যৎ)}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ:  অর্থ নাই (শূন্য) দশা বর্তমান এমন।
সমার্থক শব্দাবলি:
অকিড়িয়া, অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙালকাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন
বিপরীত শব্দ: ধনহীনা [স্ত্রীলিঙ্গার্থে]


সূত্র :