গরিব
[বাতিল বানান গরীব]
বানান বিশ্লেষণ:
গ্+অ+র্+ই+ব্+অ।
উচ্চারণ:
[গো.রিব্]
[go.rib]
শব্দ-উৎস: আরবি গরিব>বাংলা গরিব।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক}।
অর্থ:
১. অর্থহীন দশায় বিদ্যমান।
সমার্থক শব্দাবলি: অকড়িয়া,অর্থহীন, কপর্দকবিহীন, কপর্দকশূন্য, কপর্দকহীন, কাঙাল, কাঙ্গাল, গরিব, দরিদ্র, দীন, ধনশূন্য, ধনহীন, নির্ধন।২. অসহায় অবস্থা দশা
সমার্থক শব্দাবলি: অসহায়, গরিব, বেচারা।
উদাহরণ: মন গরীবের কি দোষ আছে। তুমি বাজীকরের মেয়ে শ্যামা, যেমনি নাচাও তেমনি নাচে/রামপ্রসাদ।
বিনয় বা শিষ্টাচারে অনেক সময় গরিব শব্দ ব্যবহার করা হয়। যেমন–
১. গরীবের বাড়িতে যদি একবার পা রাখেন, তাহলে নিজেকে ধন্য মনে করবো।
২. গরীবের কথা বাসি হলে ফলে [প্রবাদ]
সূত্র :