হস্তহীন
সংস্কৃত हस्त (হস্ত)>বাংলা হস্ত + সংস্কৃত हीन (হীন)>বাংলা হীন।
হস্ত দ্বারা হীন/
তৃতীয়া তৎপুরুষ সমাস
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ : হাত নাই যার এমন।

সমার্থক শব্দাবলি :
অকর, করহীন, হস্তহীন, শুঁড়হীন।