হস্ত
বানান বিশ্লেষণ: হ্+অ+স্+ত্+অ
উচ্চারণ:
ɦɔs.t̪o (হস্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত হস্তঃ> বাংলা হস্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হস্ (হাস্য করা) + ত (তন্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { উপাঙ্গ | প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ| দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: প্রধান অঙ্গ হিসাবে অন্য অঙ্গকে উপহাস করে, এই অর্থে হস্ত।
সমার্থক শব্দাবলি :
১. আঙুলের অগ্রভাগ থেকে মনিবন্ধ পর্যন্ত এই অর্থে- হাত, কর, পাণি
২. বাহু, ভুজ
৩. কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ
৪. হাতির শুঁড়।
যুক্তশব্দ: ২. ঊর্ধ্বক্রমবাচকতা {রৈখিক পরিমাপ একক | রৈখিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ।

সূত্র :