পাণি
বানান বিশ্লেষণ: প্+আ+ণ্+ই
উচ্চারণ:
pa.ni [পা.নি ]
শব্দ-উৎস: সংস্কৃত পাণি> বাংলা পাণি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পণ্ (ব্যবহার বা বিনিময়করণ) + ই (ইণ্), করণবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { উপাঙ্গ | প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ| দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: যার দ্বারা বিনিময় করা যায় এবং নানাভাবে ব্যবহার করা সম্ভব হয়, এই অর্থে পাণি। পাণি বলতে বুঝায় আঙুলের অগ্রভাগ থেকে মনিবন্ধ পর্যন্ত।
সমার্থক শব্দাবলি: কর,পাঞ্জা, পাণি, হস্ত, হস্তক, হাত
যুক্তশব্দ
:

সূত্র :