বীণাপাণি
বানান বিশ্লেষণ: +ঈ+ণ্+আ+প্+আ+ণ্+ই
শব্দ-উৎস: সংস্কৃত বীণাপাণি>বাংলা বীণাপাণি।
উচ্চারণ:
bi.na.pa.ni. [ি.না.পা.নি]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু দেবী | হিন্দু দৈবসত্তা |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে, সরস্বতী দেবীর হাতে
বীণা নামক বাদ্যযন্ত্র থাকে। এই কারণে সরস্বতীকে রূপকার্থে বীণাপাণি বলা হয়। [দেখুন: সরস্বতী (পৌরাণিক কোষ)]

সমার্থক শব্দাবলী:
সমার্থক শব্দাবলি: কাদম্বরী, গীর্দেবী, পদ্মাসনা, বাগীশা, বাগীশ্বরী, বাগ্বদেবী, বাগ্বাদিনী, বাঙ্ময়ী, বিদ্যাদেবী, বীণাপাণি, ভারতী, মহাশ্বেতা, শতরূপা, শুক্লা, শ্বেতভুজা, সনাতনী, সরস্বতী, সর্বশুক্লা, সারদা, হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া।


সূত্র :