অকর
বানান
বিশ্লেষণ: অ+ক্+অ+র্+অ
উচ্চারণ:
[অ.কর্]
[ɔ.kɔr]
শব্দ-উৎস:
সংস্কৃত
अकर
অকর>বাংলা
অকর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১
অ (নাই) কর (হাত) যার/নঞ্
তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: হাত নাই যার এমন।
সমার্থক শব্দাবলি:
করহীন,
হস্তহীন,
শুঁড়হীন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২
অ+ ক (রাজা) + √রা (দান করা) +অ (ক), কর্তৃবাচ্য।
অ (নাই) কর (রাজস্ব) যার/নঞ্
তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ:
কর বা রাজস্ব ধার্য করা হয় নাই, এমন।
সমার্থক শব্দাবলি: অকর, করশূন্য।