হীনতা
বানান বিশ্লেষণ: হ্+ঈ+ন্+অ+ত্+আ
উচ্চারণ: ɦi.n
o.t̪a (হি.নো.তা)
শব্দ-উৎস: সংস্কৃত हीनता (হীনতা)>বাংলা হীনতা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হীন {
হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য}+তা (তল্)
পদ: বিশেষ্য

অর্থ:

১. হীনভাব, শূন্যতা (বলহীনতা, বুদ্ধিহীনতা)
২. রাহিত্য,
রহিতভাব, শূন্যতা, অভাব। (ঋণহীনতা)
৩. নীচতা।
৪. অপকর্ষ, নিকৃষ্টতা।

বিপরীতার্থক শব্দ:
হীনা  (স্ত্রীলিঙ্গার্থে)।