কিম্
বানান বিশ্লেষণ: ক্+ই+ম্
উচ্চারণ:
kim (কিম্)
শব্দ-উৎস:
সংস্কৃত কিম্ > বাংলা কিম্
পদ:
সর্বনাম
অর্থ: এই শব্দের পৃথক ব্যবহার নাই। এই শব্দ অন্য শব্দের পূর্বে বসে কুৎসিত, প্রশ্ন, বিস্ময়, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।

উদাহরণ:

সূত্র: