কিম্
বানান বিশ্লেষণ: ক্+ই+ম্
উচ্চারণ: kim
(কিম্)
শব্দ-উৎস:
সংস্কৃত
কিম্ >
বাংলা কিম্
পদ:
সর্বনাম
অর্থ: এই শব্দের পৃথক ব্যবহার নাই। এই শব্দ অন্য শব্দের পূর্বে বসে কুৎসিত, প্রশ্ন,
বিস্ময়, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।
উদাহরণ:
- কি (প্রশ্ন): কিম্ভুত {কিম্+ভুত (প্রকার)}
- কি (বিস্ময়): কিমাশ্চার্য {কিম্+আশ্চর্য}
- কিছু (পরিমাণ): কিঞ্চিৎ {কিম্+চিৎ (অসাকল্য}
- কুৎসিত: কিমাকার {কিম্+আকার (রূপ}
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।