কিয়ৎ
বানান বিশ্লেষণ: ক্+ই+য়্+অ+ৎ
উচ্চারণ: ki.ɔt̪
(কি.অৎ)
শব্দ-উৎস:
সংস্কৃত
কিয়ৎ>
বাংলা কিয়ৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কিম (কিছু)+ ইয়ৎ
পদ:
বিশেষণ
অর্থ: কোনো কিছুর
কিছু অংশ
সমার্থক শব্দাবলি: একটু, কিছু, কিঞ্চিৎ,
উদাহরণ
এই বইয়ের কিয়দংশ (কিছুটা) পাঠ করলাম
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।