কিয়ৎ
বানান বিশ্লেষণ: ক্+ই+য়্+অ+ৎ
উচ্চারণ:
ki.ɔt̪ (কি.অৎ)
শব্দ-উৎস: সংস্কৃত  কিয়ৎ> বাংলা কিয়ৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  কিম (কিছু)+  ইয়ৎ
পদ: বিশেষণ 
অর্থ: কোনো কিছুর কিছু অংশ
সমার্থক শব্দাবলি: একটু, কিছু, কিঞ্চিৎ,
উদাহরণ এই বইয়ের কিয়দংশ (কিছুটা) পাঠ করলাম
সূত্র: