ক্লীব
বানান বিশ্লেষণ: ক্+ল্+ঈ+ব্+অ
উচ্চারণ:
klib
[ক্লিব্]
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্লীব>
বাংলা
ক্লীব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
ক্লীব্ (বৈকল্য) +
অ (অচ্)
পদ:
বিশেষ্য
- অর্থ ১. যে
জৈবিকভাবে বিকল লিঙ্গের অধিকারী। অর্থাৎ নারী বা পুরুষ কোনটিই নয়
সমার্থক শব্দাবলি: ক্লীব,
নপুংসক,
হিজড়া,
হিজড়ে
- অর্থ ২.
ব্যাকরণের বিচারে যে শব্দ পুরুষবাচক বা স্ত্রীবাচক নয়।
সমার্থক শব্দাবলি:
ক্লীব, ক্লীবলিঙ্গ
পদ:
বিশেষণ
- অর্থ. পুরষকে শৌর্য, শক্তি, সাহস, বীরত্বের প্রতীক হিসেবে ধরা হয়।
যে ব্যক্তি এই গুণ ধারণ করে না, সে ক্লীব নামে অভিহিত হয়।
- সমার্থক শব্দাবলী: কাপুরুষ, ক্লীব, ভীরু।