কল্পিত
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+প্+ই+ত্+অ।
উচ্চারণ: [কোল্‌.পি.তো] [kol.pi.o]
শব্দ-উৎস: সংস্কৃত
ल्पित (কল্পিত)>বাংলা ল্পিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কল্প্ (কল্পনা করা) +ত (ক্ত), কর্মবাচ্য}

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:

১. যা কল্পনার দ্বারা সৃষ্টি করা হয় বা সম্পাদিত হয়

সমার্থক শব্দাবলি: কল্পিত, রচিত, সম্পাদিত


২. যা বাস্তব সম্মত নয়, অথচ বাস্তবের মতো ভাবা হয়
সমার্থক শব্দাবলি: অবাস্তব, কল্পিত

৩. অবাস্তব ভাবনার দ্বারা উদ্ভাবিত
সমার্থক শব্দাবলি: অবাস্তব, মনগড়া

বিপরীতার্থক শব্দ: অকল্পিত