কটু
বানান বিশ্লেষণ: ক্+অ+ট্+উ
উচ্চারণ:
ko.ʈu (কো.টু)
শব্দ-উৎস: সংস্কৃত কটু> বাংলা কটু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কট্(বেষ্টন করা) + উ (কু), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ

অর্থ:

১. যা ইন্দ্রিয়কে মন্দের বিচারে বেষ্টন করে এই অর্থে-কটু।
১.১. স্বাদের বিচারে- কটু, স্বাদবিহীন । (কটুস্বাদ)
    ১.২ শ্রবণের বিচারে- অশ্রাব্য, দুর্বাক্য (কটুশব্দ, কটুশ্রবণ)
    ১.২ গন্ধের বিচের- দুর্গন্ধ, উগ্রগন্ধ, অসহনীয় গন্ধ, ঝাঁঝাল (কটুগন্ধ)
২. যা বাক্যকে আবৃত করে, এই অর্থে- অপ্রিয়, পরুষ (কটুকথন, কটুবাক্য)
বিপরীত শব্দ :
অকটু