অকটু
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ট্+উ
উচ্চারণ:
ɔ.ko.ʈu (.কো.টু)

শব্দ-উৎস: সংস্কৃত>অকটু> বাংলা অকটু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ

অর্থ:
১. যা ইন্দ্রিয়কে মন্দের বিচারে বেষ্টন করে না, এই অর্থে
অকটু, কটুহীন, কটুতারহিত, কটুতাহীন, কটুত্বহীন

২. দর্শনের বিচারে অকটু, শোভন (অকটু দৃশ্য)

৩. স্বাদের বিচারে অকটু, স্বাদযুক্ত। (অকটুপথ্য)
৪. শ্রবণের বিচারে
 অকটু, সুখশ্রাব্য (অকটুশব্দ)
৫. গন্ধের বিচের
 অকটু, সহনীয় গন্ধ  (অকটুগন্ধ)
৬. যা বাক্যকে আবৃত করে না, এই অর্থে- অকটু, প্রিয়, চিত্তগ্রাহী (অকটুকথন)
ইংরেজি: a (of smell or taste) not acrid or bitter or pungent.

বিপরীতার্থক শব্দ: কটু
উৎপন্ন পদ:

বিশেষ্য: অকটুতা, অকটুত্ব


সূত্র :