অকটুতা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ট্+উ+ত্+আ
উচ্চারণ: ɔ.ko.ʈu.a (.কো.টু.তা)

শব্দ-উৎস: সংস্কৃত অকটুতা>বাংলা অকটুতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { আস্বাদন সংবেদন | সংবেদন | ইন্দ্রিয়গত উপলব্ধি  | মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ:

. যা ইন্দ্রিয়কে কটুতা দ্বারা উদ্দীপ্ত করে না। অর্থাৎ স্বাদগ্রহণের সময় কটুতার ভাব সৃষ্টি করে না ।

সমার্থক শব্দাবলি: অকটুতা, অকটুত্ব
 

২. যা স্বাদের বিচারে স্বাভাবিক স্বস্তি দান করে। এই বিচারে হতে পারে অতিক্ত, মিষ্ট, স্বাদু।

বিপরীত শব্দ: কটুতা (ভাবার্থে)


সূত্র: