মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া
এমন একটি প্রক্রিয়া যা, ইন্দ্রিয়ের দ্বারা উদ্ভুত জ্ঞান মানুষের মনে কিছু মৌলিক অনুভবের সৃষ্টি করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:  basic cognitive process

ব্যাখ্যা: ইন্দ্রিয়ের দ্বারা উদ্ভুত জ্ঞান মানুষের মনে কিছু মৌলিক অনুভবের সৃষ্টি করে। মনোজগতের এই প্রক্রিয়াটি হলো মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া । এই প্রক্রিয়ার সূত্রে মনোজগতে জন্ম নেয় নানা ধরনের ভাবমূর্তি। যেমন-