প্রতিনিধিত্বমূলক জ্ঞানগত প্রক্রিয়া
যে কোনো মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া যে ভাবমূর্তি
মনোজগতে বিশেষভাবে ধৃত হয় এবং যা একটি আদর্শরূপে মনোজগতে বিরাজ করে। একই সাথে তা
ভাবমূর্তির প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়।
এমন একটি প্রক্রিয়া যা, ইন্দ্রিয়ের দ্বারা
উদ্ভুত জ্ঞান
মানুষের মনে কিছু মৌলিক অনুভবের সৃষ্টি করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
প্রতিনিধিত্বমূলক জ্ঞানগত প্রক্রিয়া
|
মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া
| জ্ঞান-প্রক্রিয়া |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক
ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
representational process।
ব্যাখ্যা: মনোজগতের প্রতিনিধিত্বমূলক
জ্ঞানগত প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কিছু ধারণা করতে সক্ষম হয়। এই ধারণা থেকে জন্ম
নেয় কল্পনা (imagination, imaging,
imagery, mental imagery)।