আস্বাদন সংবেদন
জিহ্বা ও তালুর মাধ্যমে কোন খাদ্যদ্রব্যের আস্বাদন গ্রহণের ফলে সৃষ্ট একটি সংবেদন।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
আস্বাদন সংবেদন
|
সংবেদন
|
ইন্দ্রিয়গত
উপলব্ধি |
মৌলিক
জ্ঞানগত প্রক্রিয়া
| জ্ঞান-প্রক্রিয়া |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক
ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
taste, taste sensation, gustatory sensation, taste perception, gustatory
perception।