সংবেদন
ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্ট স্নায়বিক উত্তেজনা
ঊর্ধ্বক্রমবাচকতা { সংবেদন | ইন্দ্রিয়গত উপলব্ধি | মৌলিক জ্ঞানগত প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:  sensation, esthesis, aesthesis, sense experience, sense impression, sense datum

ব্যাখ্যা: ইন্দ্রিয়ের দ্বারা যে সকল সঙ্কেত মস্তিষ্কে পৌঁছে, তা এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। এই উত্তেজনাকে সংবেদন হিসেবে বিবেচনা করা হয়। দেহের এই সংবেদন তৈরি হয় পাঁচটি ইন্দ্রিয় দ্বারা।