কুঠুরি
বানান্ বিশ্লেষণ : ক্+উ+ঠ্+উ+র্+ই
উচ্চারণ:
ku.ʈʰu.ri (আট্.কু.ঠু.রি)
শব্দ-উৎস: সংস্কৃত কোষ্ঠ> প্রাকৃত কোট্‌ঠ>কুঠ বাংলা কোঠরি>কুঠুরি}
পদ: বিশেষ্য
অর্থ:দেয়াল ও ছাদযুক্ত কোনো আবদ্ধ স্থান।
সমার্থক শব্দাবলি: কামরা, কুটুরি, কুঠারি, কুঠুরি, কোটরি, কোঠারি, কোষ্ঠ, খোপ, প্রকোষ্ঠ, কক্ষ

যৌগিক শব্দ:

পরপদ: আটকুঠুরি।


সূত্র :