মালিকানা
বানান বিশ্লেষণ:ম্+আ+ল্+ই+ক্+আ+ন্+আ
উচ্চারণ:
ma.li.ka.na (মা.লি.কা.না)
শব্দ-উৎস: আরবি মালিক> বাংলা মালিক>মালিকানা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মালিক +আনা
পদ: বিশেষ্য
অর্থ:

১. কোনো বিষয়ের উপর পূর্ণ অধিকার রাখার ক্ষমতা।
সমার্থক শব্দাবলি: প্রভুত্ব, মালিকানা, মালিকি, স্বামীত্ব

২. মালিকের প্রাপ্য অংশ বা প্রদেয় অর্থ-সম্পদ। যেমন-  মালিকানা বাবদ প্রদেয় অর্থ দেওয়া হলো।
 

পদ: বিশেষণ
অর্থ: অধিকার সংক্রান্ত
সমার্থক শব্দাবলি: মালিকানা, মালিকিনি, মালিকি, স্বামীত্ব


সূত্র :