১. কোনো বিষয়ের উপর পূর্ণ অধিকার রাখার ক্ষমতা।
সমার্থক শব্দাবলি: প্রভুত্ব, মালিকানা, মালিকি, স্বামীত্ব
২. মালিকের প্রাপ্য অংশ বা প্রদেয় অর্থ-সম্পদ। যেমন- মালিকানা বাবদ প্রদেয় অর্থ দেওয়া হলো।
পদ:
বিশেষণ
অর্থ: অধিকার সংক্রান্ত
সমার্থক শব্দাবলি: মালিকানা, মালিকিনি, মালিকি, স্বামীত্ব
সূত্র :