মালিকি
বানান বিশ্লেষণ:ম্+আ+ল্+ই+ক্+ই
উচ্চারণ:
ma.li.ki (মা.লি.কি)
শব্দ-উৎস: আরবি মালিকি> বাংলা মালিকি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মালিক +ই
পদ: বিশেষ্য
অর্থ:
কোনো বিষয়ের উপর পূর্ণ অধিকার রাখার ক্ষমতা ।
সমার্থক শব্দাবলি: প্রভুত্ব, মালিকানা, মালিকি, স্বামীত্ব

সূত্র :