মরু
বানান্ বিশ্লেষণ : ম্+অ+ত্+স্+অ
উচ্চারণ:
mo.ru
(মো.রু)
শব্দ-উৎস:
সংস্কৃত মরু>
বাংলা মৎস্য>মরু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√মৃ (বিনাশ হওয়া)+
উ,
অধিকরণবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ:প্রাণের বিনাশ ঘটে এমন স্থান, রূপকার্থে জলশূন্য
স্থান- মরু।
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।