ওলো
বানান বিশ্লেষণ :
ও+ল্+ও।
উচ্চারণ:
o.ol
(ও.লো)
ও=ও [একাক্ষর ও স্বরধ্বনি]
লো=লো [ও কারান্ত লো একাক্ষর]
শব্দ-উৎস:
প্রাকৃত হলা>অলা>অলো>ওলো।
পদ:
অব্যয়
{
মনোভাববাচক,
সম্বোধন}
১. অর্থ :
আহ্বান বা সম্বোধনসূচক শব্দ বিশেষ
[তুচ্ছার্থে]
সমার্থক শব্দাবলি:
অই,
অএ,
অয়ি,
ঐ,
ওই,
ওগো,
ওরে,
ওহে।
উদাহরণ: অই, এদিকে আয়।
অর্থ: সখী বা সমবয়স্কা নারীর প্রতি
আহ্বান বা সম্বোধনসূচক শব্দ বিশেষ।
সমার্থক শব্দাবলি:
অই,
ওলো।
উদাহরণ: ওলো, তোরা এদিকে আয়।
সূত্র :