ওহে
বানান্ বিশ্লেষণ:
ও+হ্+এ।
উচ্চারণ:
[ও.হে]
[o.ɦe]
শব্দ-উৎস:
সংস্কৃত
अहे
(অহে)>বাংলা
ওহে
পদ :
অব্যয়
{মনোভাববাচক,
সম্বোধন}
অর্থ:
আহ্বান বা সম্বোধনসূচক শব্দ বিশেষ।
সমার্থক শব্দাবলি:
অই,
অএ,
অয়ি,
ওই,
ওরে,
ওহে
ওগো।
উল্লেখ্য তুচ্ছার্থে
অই,
ওই,
ঐ
ব্যবহৃত হয় বেশি।
উদাহরণ: ওহে, এদিকে এসো।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান।
আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম
ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব।
দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
wordnet 2.1