ওহে
বানান্ বিশ্লেষণ:  +হ্+এ।
উচ্চারণ:
[ও.হে] [o.ɦe]
শব্দ-উৎস: সংস্কৃত हे (হে)>বাংলা ওহে
পদ : অব্যয় {মনোভাববাচক, সম্বোধন}
অর্থ: আহ্বান বা সম্বোধনসূচক শব্দ বিশেষ
সমার্থক শব্দাবলি: অই, অএ, অয়ি, ওই,  ওরে, ওহে ওগো
                         উল্লেখ্য তুচ্ছার্থে
অই, ওই, ব্যবহৃত হয় বেশি।
উদাহরণ: ওহে, এদিকে এসো।


সূত্র :