অই
বানান্ বিশ্লেষণ : অ +ই।
উচ্চারণ:
oi (ওই)
শব্দ-উৎস: সংস্কৃত অসৌ> প্রাকৃত অহ (হে)> অপভ্রংশ ওই (প্রথমা বহুবচনে)> বাংলা ই আগম অহি> অপভ্রংশ বাংলা অই।
পদ : ১. অব্যয়
পদ : ২. সর্বনাম পদ: ৩. বিশেষণ
অর্থ: সেই অর্থে যা, অন্যপদকে বিশেষিত করে।
শব্দ বিবর্তন: ৪. বাংলা ক্রিয়াবাচক বিভক্তি।
শব্দ-উৎস: সংস্কৃত (আগম) অ + তি (লট্)প্রাকৃত অ + ই-অই বাংলা অই
কর্তৃবাচ্যে বর্তমানকালে প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি।
বিবর্তন:
সূত্র :