অএ
বানান বিশ্লেষণ : অ+এ
উচ্চারণ:
ɔ.e [অ.এ]
শব্দ-উৎস: সংস্কৃত অয়ে> বাংলা অএ

পদ: অব্যয় মনোভাববাচক, সম্বোধন}
অর্থ: সম্বোধন বা আহ্বানসূচক শব্দ।
সমার্থক শব্দ: অই, অএ, অয়ি, , ওগো, ওরে, ওহে
১. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (তুচ্ছার্থে)}। অএ কর্ণধার। মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
২. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (সগৌরব)}। শুন গুরু মিননাথ, অএ বাপু কর অবধান। মীনচেতন।
৩. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (নিন্দাসূচক)}। শুন শুন অএ মূঢ় চিত্ত। মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
৪. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (সরোষ)}। বাল দখি অএ মূঢ় মমাধিক হএ কান জন। মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
৫. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (সবিষাদ বা কাতরে)}। অএ রাজা কহ্নে ক্রাধ কর কিঙ্করেরে। মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
৬. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (সস্নেহ)}। দেবী বলেন শুন পুত্র অএ বীরবর। মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
৭. অব্যয় {অনন্বয়ী, সম্বোধন (সপ্রণয়)}। শুন শুন অএ প্রিয়া। –মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।

সূত্র: