[বর্ণ, লিপি, শব্দ, ব্যাকরণগত উপদান]

বর্ণ উৎস: ব্রাহ্মীলিপি> কুষাণলিপি> গুপ্তলিপি> কুটিললিপি>আদি নাগরি লিপি> বাংলালিপি<
বিস্তারিত: ঐ-এর লিপি পরিচিতি
ইউনিকোড
u+09C8
উচ্চারণ: oi (ওই)
ধ্বনি নির্দেশ: যৌগিক স্বরধ্বনি। ও এবং ই ধ্বনির গড়িয়ে যাওয়ার সূত্রে 'ঐ'  ধ্বনি সৃষ্টি হয়।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বাংলা স্বরবর্ণ | স্বরবর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা }

শব্দ উৎস: দেশী
পদ:
. অব্যয়

পদ: ২. সর্বনাম


সূত্র :