ঐ
[বর্ণ, লিপি, শব্দ, ব্যাকরণগত উপদান]
বর্ণ উৎস:
ব্রাহ্মীলিপি>
কুষাণলিপি>
গুপ্তলিপি>
কুটিললিপি>আদি নাগরি লিপি>
বাংলালিপি<
বিস্তারিত:
ঐ-এর লিপি পরিচিতি।
ইউনিকোড
u+09C8
উচ্চারণ:
oi
(ওই)
ধ্বনি নির্দেশ: যৌগিক স্বরধ্বনি। ও এবং ই ধ্বনির গড়িয়ে যাওয়ার সূত্রে 'ঐ'
ধ্বনি সৃষ্টি হয়।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{বাংলা স্বরবর্ণ |
স্বরবর্ণ |
বর্ণ |
বর্ণচিহ্ন |
লিখিত প্রতীক |
প্রতীক |
সঙ্কেতচিহ্ন |
যোগাযোগ|
বিমূর্তন |
বিমূর্ত-সত্ত্বা |
সত্তা
}
শব্দ উৎস: দেশী
পদ:
১.
অব্যয়
- ১.১.
মনোভাববাচক,
ভয়সূচক/বিস্ময়সূচক
অর্থ : ভয়
বা বিস্ময়সূচক শব্দ বিশেষ।
সমার্থক শব্দাবলি :
অই,
ঐ,
ওরে।
উদাহরণ :
ঐ বাবা কত বড় সাপ।
ইংরেজি :
oh।
-
১.২.
অদূরবর্তী বা সম্মুখস্থ
কোনো বিষয় নির্দেশবাচক
অর্থ: অদূরবর্তী বা সম্মুখস্থ কোনো বিষয়লে নির্দেশিত করার জন্য ব্যবহৃত
ধ্বনি।
সমার্থক শব্দাবলি :
অই,
ঐ।
উদাহরণ : ঐ আমাদের গ্রাম ।
ইংরেজি :
that।
- মনোভাববাচক,
সম্বোধন
অর্থ :
আহ্বান বা সম্বোধনসূচক শব্দ বিশেষ।
সমার্থক শব্দাবলি :
অই,
অএ,
ওরে,
ওহে।
উদাহরণ :
ঐ, এদিকে আয়।
- ইংরেজি :
He।
পদ:
২.
সর্বনাম
- ২.১.
অর্থ : পূর্বোক্ত কোনো বিষয়কে নির্দেশ করে এমন।
সমার্থক শব্দাবলি :
অই,
ঐ,
সেই।
উদাহরণ : ঐ চিন্তায় আমি মরছি।
ইংরেজি :
that।
-
২.২. অর্থ : দূরবর্তী কোনো স্থানের
নামের পরিবর্তে
সুনির্দিষ্টভাবে প্রকাশের জন্য
ব্যবহৃত সর্বনাম।
সমার্থক শব্দাবলি :
অই,
ঐ,
সেই
উদাহরণ:
তুমি যে গ্রামের কথা বলছো, ঐ গ্রামেই আমি থাকি।
ইংরেজি :
that
।
- ২.৩.
কোনো ব্যক্তির
নামের পরিবর্তে সুনির্দিষ্টভাবে
প্রকাশের জন্য ব্যবহৃত সর্বনাম।
সমার্থক শব্দাবলি :
অই,
ঐ,
সেই
উদাহরণ :
কাজলের কথা বলছো, ঐ যত সর্বনাশের
গোড়া।
ইংরেজি :
that
।
-
২.৪. একই বিষয়, যা ভিন্নতর নয়
সমার্থক শব্দাবলি : একই, তদ্ভিন্নই,
সেই।
উদাহরণ : ঐ মুখ, ঐ চোখ, আলাদা মানুষ নলে চেনা যায় না।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান।
আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম
ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব।
দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
wordnet 2.1