সেই
বানান্ বিশ্লেষণ: স্ +এ+ই।
উচ্চারণ:
ʃei [শেই]
শব্দ-উৎস: সংস্কৃত তদ্ শব্দজাত সঃ> প্রাকৃত  সো> বাংলা  সে +ই=সেই
পদ:
১. সর্বনাম
পদ: ২ বিশেষণ নাম-বিশেষণ | সর্বনামবাচক}
অর্থ: পূর্বোক্ত কোনো সময়কে বিশেষিত করে এমন।
সমার্থক শব্দাবলি: অই, , সেই
উদাহরণ: সেই দিন আর নেই।