সেই
বানান্ বিশ্লেষণ: স্ +এ+ই।
উচ্চারণ: ʃei
[শেই]
শব্দ-উৎস:
সংস্কৃত
তদ্ শব্দজাত সঃ>
প্রাকৃত
সো>
বাংলা
সে +ই=সেই
পদ:
১.
সর্বনাম
- ২.১.
অর্থ: পূর্বোক্ত কোনো বিষয়কে নির্দেশ করে এমন।
সমার্থক শব্দাবলি:
অই,
ঐ,
সেই।
উদাহরণ:
সেই চিন্তায় আমি মরছি।
ইংরেজি:
that
২.২. অর্থ: দূরবর্তী কোনো স্থানকে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি:
অই,
ঐ, সেই
উদাহরণ: তুমি যে গ্রামের কথা বলছো,
সেই গ্রামেই আমি থাকি।
ইংরেজি:
that
২.৩.অর্থ:কোনো ব্যক্তির
পরিবর্তে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি:
অই,
ঐ,
সেই
উদাহরণ:
কাজলের কথা বলছো, সেই যত সর্বনাশের
গোড়া।
ইংরেজি:
that
২.৪. অর্থ: একই বিষয়, যা ভিন্নতর নয়
সমার্থক শব্দাবলি:
অই,
একই,
ঐ,
ওই
উদাহরণ: সেই মুখ, সেই চোখ, আলাদা মানুষ নলে চেনা যায় না।
ইংরেজি:that
পদ: ২
বিশেষণ
নাম-বিশেষণ | সর্বনামবাচক}
অর্থ: পূর্বোক্ত কোনো সময়কে বিশেষিত করে এমন।
সমার্থক শব্দাবলি:
অই,
ঐ, সেই
উদাহরণ:
সেই দিন আর নেই।