একই
বানান্ বিশ্লেষণ : এ +ক্+ই।
উচ্চারণ: [এক্‌ই] [æk.i]

শব্দ-উৎস:সংস্কৃত एक এক>বাংলা এক +
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: এক {
(গমন করা) +ক (কন)} +ই
পদ : সর্বনাম
অর্থ: একই বিষয়, যা ভিন্নতর নয় (অনুরূপ)।
সমার্থক শব্দাবলি:
অই, ওই, , সেই
উদাহরণ: একই মুখ, একই চোখ, আলাদা মানুষ বলে চেনা যায় না।
ইংরেজি: that

সূত্র :