সে
বানান বিশ্লেষণ: ্+এ
১. উচ্চারণ: [শে] [ʃe]

শব্দ-উৎস: সংস্কৃত তদ্ শব্দজাত সঃ>প্রাকৃত সো>বাংলা সে।

১.১. সর্বনাম ব্যক্তিবাচক (নাম পুরুষ, একবচন)। বহুবচন তারা, তাহারা।
উদাহরণ : সে বাড়ি যায়।

শব্দ বিবর্তন:

১.২. বিশেষণ (বিষয়, বস্তু, সময় ইত্যাদিকে বিশেষিত করে)
উদাহরণ :

১.৩. অব্যয়

২. উচ্চারণ  [সে] [se]  
ফারসি সেহ (
سه)>বাংলা সে।
বিশেষণ (সংখ্যাবাচক)
অর্থ : তিন, ৩, তিন সংখ্যক
বাংলাতে এই শব্দটি পৃথকভাবে ব্যবহৃত হয় না। অন্য কিছুর পূর্বে এই শব্দের পরে বসে বিশেষিত করে। যেমন-
সেতার [বাদ্যযন্ত্র], সেপায়া।