সে
বানান বিশ্লেষণ:স্+এ
১.
উচ্চারণ: ʃe
[শে]
শব্দ-উৎস:
সংস্কৃত
তদ্ শব্দজাত সঃ>প্রাকৃত সো>
বাংলা সে।
১.১.
সর্বনাম
[ ব্যক্তিবাচক
(নাম পুরুষ, একবচন)। বহুবচন তারা, তাহারা।
উদাহরণ : সে বাড়ি যায়।
শব্দ বিবর্তন:
-
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
পদ
১.২.
বিশেষণ
(পূর্ব নির্দেশেক অর্থে বিষয়, বস্তু, সময় ইত্যাদিকে বিশেষিত করে)
উদাহরণ :
- বিষয় : সে তত্ত্ব, সে বিষয়
- বস্তু : সে বস্তু, সে মূর্তি
- সময় : সে দিন, সে মাস, সে কাল
- ব্যক্তি : সে লোক, সে মানুষ, সে ছেলে
- প্রকার:
সেমত,
সেরূপ।
১.৩.
অব্যয়
- ১.৩.১ অবধি, পর্যন্ত
উদাহরণ : যতক্ষণ না
চোখের আড়াল হলো, সে অবধি সে তাকিয়ে ছিল।
- ১.৩.২. তা
উদাহরণ : সে হবে না।
- ১.৩.৩. সেসব, সে সকল
উদাহরণ: সে অনেক কথা, এখন তা বলার সময় নেই।
২. উচ্চারণ:
se
[সে]
শব্দ-উৎস:
ফার্সি সেহ
(سه , তিন)>
বাংলা
তিন, সে।
পদ:
বিশেষণ
অর্থ: তিন, ৩, তিন সংখ্যক
।
বাংলাতে এই শব্দটি পৃথকভাবে ব্যবহৃত হয় না। ফারসি
ফাসা থেকে আগত শব্দের সাথে এই 'সে' শব্দটি ব্যবহৃত হয়। যেমন-
সেতার [বাদ্যযন্ত্র],
সেপায়া
(তিন পায়া)
।