হই
বানান বিশ্লেষণ: হ্+অ+ই
উচ্চারণ:
 
ɦoi (হোই)
শব্দ-উৎস: সংস্কৃত হৈ>বাংলা হৈ>হই
পদ:
অব্যয়
অর্থ:

১. সম্বোধন বাচক ধ্বনি। ধ্বনির মাধ্যমে কাউকে আহ্বান করা।
সমার্থক শব্দাবলি:
অই, অয়ি, , ওই, ওগো, ওরে, ওহে,  ই, হৈ,  
২. উল্লাসবাসক ধ্বনি।


সূত্র :