পত্র [পত্.ত্রো]  [pɔt̪.t̪ro]

সংস্কৃত त्त्र (পৎত্র)>বাংলা পত্র
১.
পত্ (পতিত হওয়া) + ত্র (ষ্ট্রন), কর্তৃবাচ্য}
বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা  { | উদ্ভিদাঙ্গ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
১.‌১ যা পতিত হয় এই অর্থে- পত্র।
    ১.১.১. গাছের পাতা, পর্ণ।
    ১.১.২. ফুলের দল, পাপড়ি।

২.
পত্ (পতিত হওয়া) + ত্র (ষ্ট্রন), অধিকরণবাচ্য
    ২.১
বিশেষ্য  
         
ঊর্ধ্বক্রমবাচকতা {| প্রস্থ | কাগজ | স্পর্শনীয় বস্তু  | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
          অর্থ : লিখা যায় এমন কাগজের তৈরি পাত। [পুস্তক পত্র]  
    ২.২
বিশেষ্য  
         
ঊর্ধ্বক্রমবাচকতা { | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}}
          অর্থ : সমতল এবং দৈর্ঘ্য ও প্রস্থের তুলনায় অনেক পাতলা, এমন বস্তু। পাত, ফলক (লৌহপত্র)।


পত্ (পতিত হওয়া) + ত্র (ষ্ট্রন) কর্মবাচ্য
     বিশেষ্য  
     ৩.১.
ঊর্ধ্বক্রমবাচকতা{| পাঠ্য | লিখিতবস্তু | লিখন | লিখিত যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
        র্থ : .১.. কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লিখিত বার্তা। এই অর্থে চিঠি, পত্র, বার্তা, লিপিকা।
                ৩.১.২.
তথ্য উপস্থাপন করা হয়েছে এমন ছাপানো বা লিখিত কাগজ [সংবাদপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র]

     ৩.২.ঊর্ধ্বক্রমবাচকতা { | নথিপত্র | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}}
          
 দলিল [বায়নাপত্র, আদেশপত্র]

. পত্ (পতিত হওয়া) + ত্র (ষ্ট্রন), করণবাচ্য
     বিশেষ্য  
    
ঊর্ধ্বক্রমবাচকতা { | নির্দেশক | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
     অভিজ্ঞান, লক্ষণ [পরিচয়-পত্র]

৫.
বিশেষ্য  (দ্বিরুক্ত)
বাংলা ভাষায়  আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যদি অর্থে অনুষঙ্গ শব্দ হিসাবে 'পত্র' ব্যবহৃত হয়।
যেমন-
কাগজপত্র, জিনিষপত্র, বিছানাপত্র, মালপত্র

 

বহুবচন : পত্রাবলি, পত্রালি, পত্রসমূহ, পত্ররাশি।
 

পত্র করা
অনুসর্গীয় ক্রিয়াবাচক বিশেষ্য
কাউকে চিঠি দিয়ে কোনো বিষয় জানানো।

 

পত্র শব্দটি অন্য শব্দের পূর্বে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন-