পত্র [পত্.ত্রো] [pɔt̪.t̪ro]
সংস্কৃত
पत्त्र (পৎত্র)>বাংলা পত্র।
৩
√পত্
(পতিত
হওয়া)
+
ত্র (ষ্ট্রন),
কর্মবাচ্য
বিশেষ্য
৩.১.
ঊর্ধ্বক্রমবাচকতা{|
পাঠ্য
|
লিখিতবস্তু
|
লিখন
|
লিখিত যোগাযোগ
|
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ
: ৩.১.১.
কোনো বিশেষ ব্যক্তি
বা প্রতিষ্ঠানের কাছে লিখিত বার্তা। এই অর্থে― চিঠি, পত্র, বার্তা, লিপিকা।
৩.১.২.
তথ্য উপস্থাপন করা হয়েছে এমন ছাপানো বা লিখিত কাগজ [সংবাদপত্র,
প্রশ্নপত্র, উত্তরপত্র]
৩.২.ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
নথিপত্র
|
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}}
দলিল [বায়নাপত্র,
আদেশপত্র]
৪.
√পত্
(পতিত
হওয়া)
+
তত্র (ষ্ট্রন),
করণবাচ্য
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নির্দেশক
|
বার্তা
|
যোগাযোগ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অভিজ্ঞান, লক্ষণ [পরিচয়-পত্র]
৫.
বিশেষ্য
(দ্বিরুক্ত)
বাংলা ভাষায়―
আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যদি অর্থে অনুষঙ্গ শব্দ হিসাবে 'পত্র' ব্যবহৃত হয়।
যেমন- কাগজপত্র,
জিনিষপত্র, বিছানাপত্র,
মালপত্র।
বহুবচন : পত্রাবলি,
পত্রালি, পত্রসমূহ, পত্ররাশি।
পত্র করা
অনুসর্গীয় ক্রিয়াবাচক বিশেষ্য
কাউকে চিঠি দিয়ে কোনো বিষয় জানানো।
পত্র শব্দটি অন্য শব্দের পূর্বে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন-
পত্রগ্রাহক [বিশেষ্য]। যিনি কারো কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তাঁর উদ্দেশ্য প্রেরিত কোনো পত্র গ্রহণ করেন।
পত্রনবীস [বিশেষ্য]। পত্ররচনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী।
পত্রপত্রিকা [বিশেষ্য]। সংবাদপত্র ও সাময়িক পত্রাদি।
পত্রপাঠ।
[বিশেষ্য]
চিঠি
পড়া।
ক্রিয়া-বিশেষণ] পত্র পড়ামাত্র;
অবিলম্বে;
তত্ক্ষণাৎ।
[পত্রপাঠ বিদায় দেওয়া]।
পত্রপুট [বিশেষ্য]। গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি করা ঠোঙা।
পত্রপ্রেরক [বিশেষ্য]। যিনি পত্র পাঠান
পত্রবন্ধু [বিশেষ্য]। চিঠিপত্রের মাধ্যমে সৃষ্ট বন্ধু।
পত্রবাহ,̃ পত্রবাহক [বিশেষ্য] পত্র প্রাপকের কাছে যে চিঠি বহন করে নিয়ে যায়। ডাক-হরকরা।
পত্রবিনিময় [বিশেষ্য]। চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া।
পত্রব্যবহার [বিশেষ্য] যোগাযোগ রক্ষার জন্য চিঠির ব্যবহার।
পত্রভঙ্গ [বিশেষ্য]। কপালের তিলক বা চিত্ররচনা।
পত্রমঞ্জরি [বিশেষ] গাছের পাতার অগ্রভাগ।
পত্রমুদ্রা [বিশেষ্য] কাগজে ছাপানো টাকা, নোট, কাগুজে মুদ্রা।
পত্ররথ [বিশেষ্য]। পাখি [পত্র (ডানা) রথের তুল্য যার]
পত্ররেখা [বিশেষ্য]। কপালের তিলক বা চিত্ররচনা।
পত্রলেখক [বিশেষ্য]। যিনি পত্র লেখেন
পত্রলেখা [বিশেষ্য]। কপালের তিলক বা চিত্ররচনা।
পত্রসূচি [বিশেষ্য] গ্রন্থে অন্তর্ভুক্ত বিষয় কত পৃষ্ঠায় পাওয়া যাবে, তার নির্দেশিকা।
পত্রাঙ্ক [বিশেষ্য] বইয়ের পৃষ্ঠায় মুদ্রিত অঙ্ক বা সংখ্যা।
পত্রাঘাত [বিশেষ্য] আক্ষরিক অর্থে পত্র দ্বার আঘাত করা। সাধারণ অর্থে চিঠি লেখা।
পত্রালিকা [বিশেষ্য]। ১. গোপন পত্র, ২. ক্ষুদ্র পত্র।