ফাগ
বানান বিশ্লেষণ: ফ্+আ+গ্+অ
উচ্চারণ:  pʰag
(ফাগ্)
   
শব্দ-উৎস: 
সংস্কৃত  
ফল্গু> 
বাংলা ফাগ
পদ : 
বিশেষ্য
অর্থ: লাল বর্ণের 
আবির কে সাধারণত ফাগ বলা হয়। 
 সনাতন হিন্দু ধর্মের  
হোরি/হোলি উৎসব
উৎসবে কুঙ্কুম ,
  নানা বর্ণের
  
আবিরের সাথে ফাগ ব্যবহার করা হয়ে থাকে।
সমার্থক শব্দাবলি:
 লাল  
আবির 
 সূত্র: 
	- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য 
	অকাদেমী। ২০০১। 
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। 
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন 
	দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
-  সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র মিত্র।